thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮, ৬ ভাদ্র ১৪২৫,  ৯ জিলহজ ১৪৩৯

বাপ্পীর জন্য পাত্রী খোঁজা হচ্ছে

২০১৭ ডিসেম্বর ০৮ ২০:১৩:৩১
বাপ্পীর জন্য পাত্রী খোঁজা হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী বছরের মধ্যে ব্যাচেলর জীবনের ইতি টানতে চান ঢালিউডের এ সময়ের আলোচিত নায়ক বাপ্পী চৌধুরী। ইতোমধ্যে বিয়ের জন্য পাত্রী খুঁজতে মাকে বলেছেন তিনি। পাত্রী খুঁজার কাজটি তার মা শুরু করেও দিয়েছেন। শুক্রবার গণমাধ্যমকেত এমনটাই জানিয়েছেন বাপ্পী নিজেই।

বাপ্পী বলেছেন, ‘আমরা দুই ভাই দুই বোন। পরিবারের সবার মধ্যে আমি ছোট। গত বছর ভাইয়া বিয়ে করেছেন। মা চান আমার বিয়ের কাজটিও সেরে ফেলতে। কিছুদিন ধরেই মা বলছিলেন। ৬ ডিসেম্বর মাকে আমার জন্য পাত্রী দেখতে বলেছি। বুঝতেই পারছেন, মা-বাবার পছন্দের মেয়েকে বউ হিসেবে চাই।’

স্ত্রী হিসেবে কেমন মেয়ে পছন্দ? উত্তরে বাপ্পী বলেছেন, ‘স্বাধীনচেতা একজন মেয়ে, আমার কাজের প্রতি যার সম্মান থাকবে। আমাকে সহযোগিতা করবে। আমার পাশে থাকবে।’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ভালোবাসার রঙ’সিনেমা দিয়ে পাঁচ বছর আগে ঢালিউডে অভিষেক ঘটে বাপ্পীর। প্রচারণার কারণে প্রথম সিনেমা দিয়েই আলোচনায় আসেন তিনি।

বাপ্পী আরো বলেছেন, ‘আমি বড় হয়েছি যৌথ পরিবারে। পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী। তাই সাধারণ একজন মেয়ে চাই, যে আমার পাশাপাশি পরিবারের সবাইকে সময় দেবে, সবাইকে আপন করে নেবে।’

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে