thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

রাজশাহীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

২০১৭ ডিসেম্বর ১০ ১০:৫০:৪৬
রাজশাহীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (১০ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি সীমান্তের কাঁটাতারের কাটা অংশ দিয়ে গরু পারাপার করছিলেন।

নিহতরা হলেন- চর ভুবনপাড়া (ট্যাকপাড়া) এলাকার জালালের ছেলে নাসরাফ ওরফে আবু (২৯) ও একই এলাকার আলাউদ্দিনের ছেলে এসারুল ইসলাম ওরফে মিশু (৩০)।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার গণমাধ্যমকে জানান, নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন। রবিবার ভোরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে গিয়েছিলেন তারা। ফেরার পথে বিএসএফের গুলিতে মারা যান ওই দুজন। রাতেই নিহত এশারুল ইসলাম মিশুর মরদেহ বাড়ির পাশে ফেলে যায় বিএসএফ। তবে নাশরাফ হোসেন আবুর মরদেহ নিয়ে চলে যায়। এনিয়ে সকাল পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি জানান, এশারুল ইসলাম মিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

গোদাগাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ জানান, নিহত একজনের নাম আবু ও মিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি ডিএমসির বোলনপাড়া এলাকায়। তারা দুই জনই সীমান্তের গরু চোরাচালানের কাজ করত।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর