thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

প্রধানমন্ত্রী প্যারিস যাচ্ছেন আজ

২০১৭ ডিসেম্বর ১১ ০৯:৪৩:১২
প্রধানমন্ত্রী প্যারিস যাচ্ছেন আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : তিন দিনের সরকারি সফরে ওয়ান প্ল্যানেট সম্মেলনে যোগ দিতে সোমবার (১১ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে এ সম্মেলন শুরু হবে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সেক্টরের প্রতিনিধিসহ শতাধিক বিশ্বনেতা এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। খবর- বাসসের।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী রবিবার (১০ ডিসেম্বর) একথা জানান। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘হাই- লেভেল সেগমেন্ট’-এ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে তার সরকারের এসডিজি অর্জনসহ জলবাযু পরিবর্তনের সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সফর বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে।’

তিনদিনের প্যারিস সফর শেষে আগামী ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর