thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

অতিরিক্ত সচিব পদে ১২৮ জনের পদোন্নতি

২০১৭ ডিসেম্বর ১১ ১৯:২৯:০৬
অতিরিক্ত সচিব পদে ১২৮ জনের পদোন্নতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুগ্ম সচিব পদমর্যাদার আরো ১২৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপ-সচিব সৈয়দা ফারহানা কাওনাইন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচের বাদপড়া কর্মকর্তাসহ এবার নবম ও দশম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, পদের বিপরীতে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় বেশিরভাগ কর্মকর্তাকেই আগের পদেই পদায়ন (ইন সি টু) করা হবে। পদোন্নতির পর সরকারে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জন।

২০১৬ সালের ২৭ নভেম্বর ৫৩৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের তিন স্তরে পদোন্নতি দেওয়া হয়েছিল। এর আগে একই বছরের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে আরও ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুন মাসে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর