thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নিউ ইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

২০১৭ ডিসেম্বর ১১ ২০:২৬:১১
নিউ ইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে একটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটে এ খবর জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণে হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায় নি।

টুইটে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটানের মধ্যাঞ্চলে ফোরটিটু স্ট্রিট এবং এইটথ এভিনিয়্যুর একটি সাবওয়েতে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তি ছাড়া আর কেউ আহত হয়নি। ওই এলাকা এড়িয়ে চলুন।

এদিকে পুলিশের বরাত দিয়ে স্থানীয় নিউজ চ্যানেল ডব্লিউএবিসি জানিয়েছে, পোর্ট অথরিটি বাস টার্মিনালে মাটির নিচ দিয়ে হাঁটার রাস্তায় এ বিস্ফোরণ হয়। খুব সম্ভবত সেটি পাইপ বোমা ছিল। একাধিক ব্যক্তি আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই ওই এলাকায় কয়েকটি সাবওয়ে ট্রেনলাইন খালি করে ফেলা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর