thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

বিপিএল : ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রংপুর

২০১৭ ডিসেম্বর ১১ ২১:৩৬:৩০
বিপিএল : ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রংপুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের ফাইনালের টিকেট কেটেছে রংপুর রাইডার্স। সোমবার (রিজার্ভ ডেতে) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে মাশরাফি বিন মর্তুজার দল।

ফাইনালে শিরোপার জন্য রংপুরকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লাকে হারিয়েই ফাইনালের টিকেট পেয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস।

বৃষ্টির কারণে রবিবার ম্যাচ যেখানে থেমে গিয়েছিল, সোমবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি সেখান থেকেই শুরু হয়। এ দিন জনসন চার্লস ও ব্র্যান্ডন ম্যাককালামের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

ওয়েস্ট ইন্ডিয়ান চনসন চার্লস ৬৩ বলে হার না মানা ১০৫ রান করেন। তার ইনিংসে ছিল ৯ বাউন্ডারি ও ৭টি ছক্কা। ম্যাককালাম ৪৬ বলে ৭৮ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা।

জয়ের জন্য ১৯৩ লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং শেষ পর্যন্ত ২০তম ওভারে শেষ বলে ১৫৬ রানে অলআউট হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন লিটন দাস। অধিনায়ক তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৩৬ রান।

রংপুরের পক্ষে ৩ উইকেট পান রুবেল হোসেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন রবি বোপারা ও ইশুরু উদানা।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর