thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিজয় দিবসে ‘জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি’

২০১৭ ডিসেম্বর ১২ ০০:০৬:৫৪
বিজয় দিবসে ‘জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবসে আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি শো ‘জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি’। এটি আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন ‘সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রে’।

তরিকুল ফাহিমের গ্রন্থনা ও এ কে এম সামছুদ্দোহার নির্দেশনায় বিভিন্ন কবির ৩০টির বেশি কবিতা নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।

সলিল চৌধুরীর ‘শপথ’ কবিতার দলীয় আবৃত্তি দিয়ে শুরু করে, এ কে এম সামছুদ্দোহার কণ্ঠে আবদুল লতিফের ভাষার গান, সামসুজ্জামান বাবুর কণ্ঠে নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো?’ কবিতার শেষাংশ এরপর একে একে আবৃত্তি পরিবেশন করবেন মাসুদ পারভেজ, মোগনিউজ্জামান প্রিন্স, হ্যাপি আক্তার, তরিকুল ফাহিম, সায়মা শারমিন, শাওন মিত্র, নয়ন তারা ও সংগঠনের একঝাঁক আবৃত্তিশিল্পী।

শিল্পীদের আবৃত্তিতে ফুটিয়ে তোলা হবে ৪৭’র দেশ ভাগ, ৫২’র ভাষা আন্দোলন ও ৬৯’র গণ-অভ্যুথ্থ্যান শেষে রক্তক্ষয়ী ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে মহান বিজয়।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর