thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ইস্তাম্বুল গেলেন রাষ্ট্রপতি

২০১৭ ডিসেম্বর ১২ ০০:২০:৫৮
ইস্তাম্বুল গেলেন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেছেন, ‘রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

তিনি আরো জানান, রাষ্ট্রপতি মঙ্গলবার সকালে ইস্তাম্বুল পৌঁছবেন এবং পরদিন তার দেশে ফেরার কথা রয়েছে।

ওআইসি’র বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠক করবেন।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় ইস্তাম্বুল কংগ্রেস এন্ড এক্সিবিশন সেন্টারে (আইসিইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

সূত্র : বাসস

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর