thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

শিমুলিয়ায় সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

২০১৭ ডিসেম্বর ১২ ১১:৫৮:৪৩
শিমুলিয়ায় সাড়ে ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ২টা থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। সাড়ে ৮ ঘন্টা পর বেলা সাড়ে ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আব্দুল আলিম জানান, দীর্ঘ সময় বন্ধ থাকার পর বর্তমানে ১৬টি ফেরি চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশায় ফেরিগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ফেরি চলাচল বন্ধ থাকে। সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকায় ঘাট এলাকায় ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার এবং বাসের সংখ্যাই বেশি। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল সচল হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর