thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গাজীপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

২০১৭ ডিসেম্বর ১২ ২০:২৪:০৬
গাজীপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জামালপুর এলাকায় নাঈম টেক্সটাইল ও একই ভবনে থাকা এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকেরা জানান, ওই কারখানাটি এক সময় নাঈম টেক্সটাইল মিল হিসেবে চলত। পরবর্তী সময়ে সেখানে বিভিন্ন প্রকার কসমেটিকস তৈরি শুরু হয়। কারখানায় মঙ্গলবার বিকেলে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় দৌড়ে অনেকে বের হয়ে গেলেও কয়েকজন শ্রমিক কারখানার ভেতরে আটকা পড়ে দগ্ধ হন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, এলাকাবাসী ও কারখানার শ্রমিকদের সহায়তায় এ পর্যন্ত ৮ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কিছু অংশ পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর