thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

নওগাঁয় ৩ লাখ ৩৯ হাজার ১৩১ শিশুর জন্য ‘ভিটামিন এ’ ক্যাপসুল

২০১৭ ডিসেম্বর ১৩ ২০:৩২:০৭
নওগাঁয় ৩ লাখ ৩৯ হাজার ১৩১ শিশুর জন্য ‘ভিটামিন এ’ ক্যাপসুল

নওগাঁ প্রতিনিধি : জেলায় জাতীয় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৩১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৫শ শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৫ হাজার ৬শ ৩১ জন শিশুদের লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নওগাঁ জেলায় আগামী ২৩ ডিসেম্বর ২ হাজার ৩শ ৯০টিন টিকাকেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার বেলা ১১টা থেকে এ উপলক্ষে নওগাঁয় আয়োজিত জেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

সিভলসার্জনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিভিলসার্জন ডা. মুমিনুল হক। এ অনুষ্ঠানে ইনস্টিটিউশন অব পাবলিক হেল্থ নিউট্রিশন, মহাখালি ঢাকার সহকারী পরিচালক ডা. বিভাষ চন্দ্র মানী, নওগাঁ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তুরী কুইন, ডেপটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, জেলা শিক্ষা অফিসার নীলিমা আকতার, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয় সংস্থা রানীর নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং ওলামালীগের সভাপতি কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মওলানা আব্দুল ওয়াহাব বক্তব্য রাখেন।

সভায় এ কর্মসূচি বাস্তবায়নে সকল শিশুকে টিকাকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে ব্যপক প্রচারনার উপর গুরুত্ব দেয়া হয়। এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিক্ষা অফিস, জেলা তথ্য অফিস এবং স্থানীয় সাংবাদিকদের ভূমিকার কথা গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর