thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

২০১৭ ডিসেম্বর ১৪ ২০:৩৯:২২
সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

যশোর : জেলায় গভীর শোক এবং শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে যশোর শহরের চাঁচড়া বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একডেমি, বিএনপি, জাসদ, সিপিবি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়, এমএম কলেজ, সিটি কলেজ। দিবসটি স্মরণে সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট : জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ সকাল ৭টার পর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর পিপিএম, বিপিএমবার।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেন, এএসপি (হেডকোয়ার্টার) মো: আমিনুল হক বাপ্পি, ডিআইও ১ মো: সিরাজুল ইসলাম, জয়দেবপুর থানার ওসি মো: আমিনুল ইসলাম, ডিআইও-২ মো: মমিনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

হবিগঞ্জ : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ পাভেল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শরীফ উল্লাহ, জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তুরাব আলী খন্দকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, কবি তাহমিনা বেগম গিনি ও শাহ জয়নাল আবেদীন রাসেল।

চুনারুঘাট উপজেলা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পবিার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সহকারি কমিশনার তাহমিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, আব্দুল গাফ্ফার।

ঝালকাঠি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও প্রভাষক গোলাম মর্তুজা।

লক্ষ্মীপুর : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহবুবুল আলম, জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুন। আলোচনা শুরু পূর্বে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের ভিডিও ডকুমেন্ট প্রর্দশন করা হয়।

মেহেরপুর : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ পালন উপলক্ষে জেলা পশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, সাবেক এমপি জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আশকার আলী, আতাউল হাকিম লাল মিয়া, ভাষা সংগ্রামী ইসমাইল হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।

নওগাঁ : জেলায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহিস্পতিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা পশাসক মো. মাহবুবুর রহমান।

নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক।

নড়াইল : শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে জেলায় শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহণ করেন।

নীলফামারী : জেলায় পালিত হয়েছে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোজাম্মদ খালেদ রহীম। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী জোনাব আলী, সাবেক উপ-সচিব এ. কে.এম আমিনুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল প্রমুখ।

পিরোজপুর : জেলায় আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, সাংবাদিক হোসেন শুকুর, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার আখাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, জাসদ সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. জুয়েল রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

দিনাজপুর : জেলায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মু আবুল কাসেমের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ এবং জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বৃদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে সকালে ক্লাব মিলনায়তনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কামরুল হুদা হেলাল, আবু বকর সিদ্দিক, সালাহউদ্দিন আহমেদ, শামীম রেজা, রফিকুল ইসলাম ফুলাল, মোর্শেদুর রহমান, মোফাস্সিরুল মাজেদ নয়ন, মোফাস্সিরুল রাশেদ মিলন, জিন্নাত হোসেন, কুরবান আলী, গোলাপ হোসেন। এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

খাগড়াছড়ি : শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলায় শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার সকালে দলটির উদ্যোগে জেলা শহরের কদমতলী এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা। এসময় জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

পাবনা : জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রেস ক্লাব, অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, জেলা প্রশাসন, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দূর্জয় পাবনা’য় পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বুদ্ধিজীবীদের স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মধ্যদিয়ে দিবসটি পালন করে। উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের আহবায়ক ড. মোঃ হাবিবুল্লাহ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আওয়াল কবির জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা প্রেসক্লাব দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদ আখিনুর রহমান রেমন, সাংবাদিক আহমেদ উল হক রানা, রফিকুল ইসলাম সুইট প্রমুখ।

সূত্র : বাসস

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর