thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মেয়েদের সাফ ফুটবলের তিন অতিথি দল ঢাকায়

২০১৭ ডিসেম্বর ১৫ ২২:২৩:১১
মেয়েদের সাফ ফুটবলের তিন অতিথি দল ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের আসর শুরু হচ্ছে আগামী রবিবার। বাংলাদেশ এই আসরের স্বাগতিক দেশ। ঢাকায় অনুষ্ঠেয় এই আসরের অন্য তিনটি দেশ হলো ভারত, নেপাল ও ভুটান। টুর্নামেন্টে অংশ শুক্রবার ঢাকায় পৌঁছেছে এই তিন অতিথি দল।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায় ভুটান দল। এরপর ভারত এবং বিকেলে নেপাল দল এসেছে।

প্রতিযোগিতার ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইতোমধ্যে অনুশীলন করেছে ভুটানের ফুটবলাররা।

রবিবার সকাল সাড়ে ১১টায় প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ভুটান। দুপুর আড়াইটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

লিগ পর্বে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচ ১৯ ডিসেম্বর ভুটান আর শেষ ম্যাচ ২১ ডিসেম্বর ভারতের বিপক্ষে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ২৪ ডিসেম্বর খেলবে ফাইনালে।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর