thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

২০১৭ ডিসেম্বর ১৭ ১৩:০০:২৪
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি : সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।

রবিবার (১৭ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে ভোর পৌনে ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

এ সময় বেশ কয়েকটি যানবাহন ও কয়েক শ’ যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ঘাট থেকে ছেড়ে আসা ৫টি ফেরি।

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রবিবার ভোরে হঠাৎ করেই কুয়াশার মাত্রা বেড়ে যায়। ফলে পদ্মার নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে চলাচলরত ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হলে মাঝ পদ্মায় নোঙর করে রাখে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এজন্য ঘাটে কিছুটা যানজট রয়েছে। তবে তা সহনীয় পর্যায়ে আছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর