thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই সমতা লেদারের

২০১৭ ডিসেম্বর ১৭ ১৪:৫৯:৪৯
কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই সমতা লেদারের

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানির কর্তৃপক্ষ জানায়, মূলধন ঘাটতি থাকার কারণে কোম্পানিটির এখনও তেমন কোনো আর্থিক উন্নয়ন ঘটে নি যা শেয়ারের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।

কোম্পানির কর্তৃপক্ষ আরও জানায়, সাভারের হেমায়েতপুরে কোম্পানির স্থানান্তরিতকরণের কাজ এখনও চলছে। তাই কোম্পানির পক্ষ থেকে এমন কোনো তথ্য নেই যা শেয়ারের দর বাড়াতে পারে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির ৫৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৭০ টাকা ৬০ পয়সা পর্য়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর