thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ইউনাইটেড পাওয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠানোর নির্দেশ

২০১৭ ডিসেম্বর ১৭ ১৫:০১:৫৬
ইউনাইটেড পাওয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠানোর নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিকে (ইউপিজিডিসিএল) ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর উচ্চ আদালতে ইউনাইটেড পাওয়ার কোম্পানির এজিএমে বিলম্ব সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়। কোম্পানিটি আগামী ২৭ জানুয়ারি এজিএম করবে।

কোম্পানির আবেদনের ভিত্তিতে উচ্চ আদালত বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও দুই স্টক এক্সচেঞ্জকে ইউনাইটেড পওয়ারকে ‘জেড’ ক্যটাগরিতে না দেওয়ার নির্দশ দিয়েছে।

গত ১৩ ডিসেম্বর উচ্চ আদালত এই নির্দেশনা দিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে পারবে না।

উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ার ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর