thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলতে চায় তুরস্ক

২০১৭ ডিসেম্বর ১৭ ২২:৩৬:৩৭
পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলতে চায় তুরস্ক

দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার ইচ্ছে প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়ার কথা বলার পর এ কথা বললেন এরদোয়ান।

ট্রাম্পের ওই সিদ্ধান্ত ঘোষণার পর তার কড়া নিন্দা করেছিলেন এরদোয়ান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়।

ইসরায়েল বর্তমানে জেরুজালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ করে, এবং একে তারা ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে গণ্য করে। তাই পূর্ব জেরুজালেমে তুর্কি দূতাবাস খোলার ইচ্ছে এরোয়ান কিভাবে বাস্তবায়ন করবেন তা নিশ্চিত নয়।

তবে জেরুজালেমে ইতিমধ্যেই তুরস্কের একটি কনস্যুলেট রয়েছে - একথাও মনে করিয়ে দেন তিনি।

গত সপ্তাহে মুসলিম দেশগুলোর এক বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর