thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১০ জমাদিউস সানি ১৪৪০

নাটকে সালমান শাহর ‘ও আমার বন্ধু গো’

২০১৭ ডিসেম্বর ১৯ ১৯:০৩:৫৮
নাটকে সালমান শাহর ‘ও আমার বন্ধু গো’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত সিনেমা কেয়ামত থেকে কেয়ামত-এর গান ‘ও আমার বন্ধু গো’ গানটি নতুন সংগীতায়োজনে আবারও তৈরি হচ্ছে। তবে গানটি কোনো চলচ্চিত্রে নয়, শোনা যাবে আসছে বড়দিনের জন্য নির্মিত ‘তোমার জন্য মন’ শিরোনামের একটি নাটকে ।

কেয়ামত থেকে কেয়ামত ছবিতে এই গানের দৃশ্যায়নে ছিলেন সালমান শাহ ও মৌসুমী। অন্যদিকে, নাটকটিতে এই গানের দৃশ্যায়নে দেখা যাবে মেহ্জাবীন ও জোভানকে।

গত সপ্তাহে তোমার জন্য মন নামের এই নাটকের শুটিং শেষ হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

গানটি নাটকে ব্যবহার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটা অনেক জনপ্রিয় গান। সবাই খুব পছন্দ করেন। গল্পের প্রয়োজনেই গানটি ব্যবহার করেছি। এই গান আমার নাটকের থিম সংও।’

নির্মাতা জানালেন, গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এতে কণ্ঠ দিচ্ছেন তরুণ সংগীতশিল্পী জিয়া রাজ।

তোমার জন্য মন নাটকে মেহ্জাবীন, জোভান ছাড়াও অভিনয় করেছেন আনন্দ খালেদ, সানজিতা লতা প্রমুখ। পরিচালক বললেন, বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প দেখানো হয়েছে নাটকে। সঙ্গে রয়েছে একটা চমকও। ২৫ ডিসেম্বর আরটিভিতে নাটকটি প্রচারিত হওয়ার কথা।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর