thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বিএনপি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবে : বাবলা

২০১৭ ডিসেম্বর ২১ ১০:৩৪:১০
বিএনপি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবে : বাবলা

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কাওছার জামান বাবলা বলেছেন, বিএনপি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভাল। তবে পরে কি হয় সেটা দেখতে হবে। দিনভর এভাবে সুষ্ঠু নির্বাচনে হলে ফল যাই হোক না কেন মেনে নেব।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সেখানে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

কাওছার জামান বাবলা অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ নির্বাচনী বিধি ভঙ্গ করে গেলো পাঁচ দিন ধরে রংপুরে নিজের বাসভবনে অবস্থান করছেন এবং প্রচার চালাচ্ছেন। আর তার নির্বাচনী এজেন্ট শহীদুল ইসলাম মিজু একটি কেন্দ্রে ভোট দিতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি।

রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ হচ্ছে এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর