thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮, ৩ কার্তিক ১৪২৫,  ৭ সফর ১৪৪০

বাজারে আসছে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

২০১৭ ডিসেম্বর ২৪ ১০:৩৪:১২
বাজারে আসছে বিশ্বের সবচেয়ে ছোট ফোন

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোনসেট জ্যাংকো টিইনি টি-১ বাজারে আনার ঘোষণা দিয়েছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। এই মোবাইল সেটটি আঙুলের চেয়েও ছোট। আগামী বছর মে থেকে মিলবে এই ফোন। ফোনটির দাম পড়বে ৩০ ইউরো (প্রায় ৩ হাজার টাকা)।

প্রতিষ্ঠানটি দাবি করছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মোবাইল ফোন। মোবাইল সেটটির ওজন হবে মাত্র ১৩ গ্রাম। ফোনটি আকারে মাত্র ৪৬.৭/২১/১২ মিলিমিটার।

ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনে রয়েছে ০.৪৯ ইঞ্চি ও এলইডি ডিসপ্লে। একটিই ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। কল লিস্টে সেভ থাকবে ৫০টি নম্বর। সেভ রাখা যাবে ৫০টি এসএমএস।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। সঙ্গে ৩২ এমবি র‌্যাম ও ৩২ এমবি ইন্টারনাল স্টোরেজ। ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে মিলবে ৩ দিনের স্ট্যান্ডবাই ও ৩ ঘণ্টার টকটাইম।

ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গেও সংযুক্ত করা যাবে এই ফোন। ব্রাউজ করা যাবে ইন্টারনেটও।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবররে