thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮, ৮ কার্তিক ১৪২৫,  ১৩ সফর ১৪৪০

ফাঁস হলো সিমলা বিয়ের খবর

২০১৮ জানুয়ারি ০২ ১৩:২০:১২
ফাঁস হলো সিমলা বিয়ের খবর

দ্য রিপোর্ট ডেস্ক : এবার ফাঁস হলো ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলার বিয়ের খবর। বেশ কিছু গণমাধ্যমে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর বিয়ের খবর।

খবরে বলা হয়েছে, গত বছরের অক্টোবর মাসে একেবারেই গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন সিমলা।

জানা যায়, সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। পেশায় তিনি ব্যবসায়ী। মাহির বাড়ি নারায়ণগঞ্জে। তবে পরিবার নিয়ে থাকেন লন্ডনে। সেখানেই পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। ভালোলাগা থেকে ভালোবাসা জন্মায় দুই তারকার মধ্যে। সেই সম্পর্ক রুপ নেয় বিয়েতে।

কিন্তু এই বিষয়ে জানতে বারবার সিমলার সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন সিমলা। এরপর বেশ কিছু সফল ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ শেষ করেছেন রশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং। কাজ করছেন রুবেল সিদ্দিকীর ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে। সেটির কাজও শেষ প্রায়। খুব শিগগিরই কাজ শুরু করার সম্ভাবনা আছে ‘ম্যাডাম ফুলি-২’।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে