thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধস, নিহত ৪

২০১৮ জানুয়ারি ০২ ১৯:৩০:৩০
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে মাটি ধস, নিহত ৪

সিলেট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি ধসে নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুরের মৃত মফিজ উল্লাহর ছেলে নুর মিয়া (৫০)। মহিলাসহ বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের তাজুল উল্লাহর ছেলে সাদেক আহমদ, মিয়াধনের ছেলে জেলাল উদ্দিন ও স্থানীয় মামার বাজারের মিজানুর রহমান।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ৫টার দিকে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় কোয়ারির গর্ত থেকে পাথর তোলার সময় চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরো কয়েকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি দেলোওয়ার হোসেন বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কোয়ারির মালিককে খুঁজছে।
দীর্ঘ দিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে গর্ত করে ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলনের কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর