thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আর্সেনাল-চেলসির নাটকীয় ড্র

২০১৮ জানুয়ারি ০৪ ১০:০৫:০৮
আর্সেনাল-চেলসির নাটকীয় ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে হারতে বসেছিল আর্সেনাল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে গোল করে নাটকীয় ড্র করেছে দলটি।

বুধবার (৩ জানুয়ারি) রাতে চেলসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দুই দল মিলে গোলের ৩৩টি সুযোগ সৃষ্টি করলেও দুই গোলরক্ষক পিটার চেক ও থিয়াবো কুর্তোয়ার নৈপুণ্যে মাত্র চারটি গোলে পরিণত হয়।

বিরতির পর খেলার ৬৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনালই। অ্যালেক্সিস সানচেজ ও অ্যালেকজান্ডার ল্যাকাজেতেকে দারুণ নৈপুণ্যে গোলবঞ্চিত করেন কুর্তোয়া। তবে জ্যাক উইলশ্যায়ারের নেয়া শট আর রুখতে পারেননি চেলসি গোলরক্ষক।

তবে আর্সেনালের হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান এডেন হ্যাজার্ড।

৮৪তম মিনিটে জয় নিশ্চিত করেই ফেলেছিল চেলসি। বদলি খেলোয়াড় ডেভিড জাপাকোস্তার নিচু ক্রস থেকে দারুণ ফ্লিকে গোল করে চেলসিকে এগিয়ে নেন মার্কোস আলানসো।

তবে যোগ করা সময়ে কপাল পুড়ে চেলসির। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দর্শনীয় হাফ-ভলিতে চেলসির জাল কাঁপান হেক্টর বেলেরিন।

এই ড্রয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল চেলসি। ৩৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে আর্সেনাল। সর্বোচ্চ ৬২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর