thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নেত্রীর ইচ্ছা, মার্চে ছাত্রলীগ সম্মেলন করুক : কাদের

২০১৮ জানুয়ারি ০৬ ১২:৫০:৩৩
নেত্রীর ইচ্ছা, মার্চে ছাত্রলীগ সম্মেলন করুক : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ইচ্ছা, আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ তাদের সম্মেলন করুক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নিতে। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক।’

ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী তার ইচ্ছের কথা জানিয়েছেন। এখন দায়িত্ব ছাত্রলীগের। আমরা তো তাদের সম্মেলনের দিন-তারিখ ঠিক করে দিতে পারি না। আশা করি, শিগগিরই ছাত্রলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করবে।’

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখন সম্মেলন না করলে কখন করবে? বর্তমান কমিটিতে যারা আছ, তারা তো মূল দলে অনেক জুনিয়র হয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় তরুণ নেতৃত্ব চায়। তোমরা এখন নেতৃত্বে না আসলে কবে আসবে? শিগগিরই সম্মেলন করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর