thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ঈশ্বরদীতে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

২০১৮ জানুয়ারি ০৭ ১১:৪৭:৩১
ঈশ্বরদীতে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

পাবনা প্রতিনিধি : ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটের যাত্রীবাহী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে তীব্র শীতের সকালে লাইনচ্যুত ট্রেনযাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

বাইপাস স্টেশনের সহকারী স্টেশনমাস্টার পুলক বিশ্বাস ট্রেন ইঞ্জিন লাইন চ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রবিবার সকাল সাতটায় কমিউটার ট্রেনটি ঈশ্বরদী জংশন প্ল্যাটফর্ম থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই লাইনে চলাচলকারী অন্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তবে বিকল্প ব্যবস্থায় দুর্ঘটনাকবলিত ট্রেনের কোচগুলো ইঞ্জিন থেকে সরিয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে নিয়ে নতুন ইঞ্জিন সংযোগ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর