thereport24.com
ঢাকা, রবিবার, ২১ অক্টোবর ২০১৮, ৬ কার্তিক ১৪২৫,  ১০ সফর ১৪৪০

টঙ্গীতে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই

২০১৮ জানুয়ারি ১০ ১১:৪৭:৪২
টঙ্গীতে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিলগেট নামাবাজার এলাকায় আবুল বাসারের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। তবে এর মধ্যে গোডাউনের সব মালপত্র পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার আবুল বাসারের তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্য মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, গত কয়েক দিন আগে এই গুদামে আগুন লাগে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে গুদাম মালিক পোড়া তুলা থেকে বাছাই করে ভালো কিছু তুলা ফের গুদামে রাখে। এতে ফের আগুন লেগেছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে