thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কুষ্টিয়ায় বাস উল্টে চালকসহ নিহত ২

২০১৮ জানুয়ারি ১০ ১৬:৪৭:৩৮
কুষ্টিয়ায় বাস উল্টে চালকসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি: জেলার কুমারখালী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০জন।

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী এলাকার লাহিনী পাড়া নামকস্থানে বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক নয়ন হোসেন (৩২)। তিনি কুষ্টিয়ার জগন্নাথপুরের মিজানুর রহমানের ছেলে। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাযায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে রনি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিছুদূর গিয়ে কুমারখালীর সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পাশে লাহিনী পাড়া নামকস্থানে বাসের স্টিয়ারিং এর ট্রাই রড খুলে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেনসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদেরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআইএস/এমএসআর/জানুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর