thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

২০১৮ জানুয়ারি ১১ ০৯:৪৩:৩২ ২০১৮ জানুয়ারি ১১ ১০:৫৫:০০
৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি :ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল নয়টার দিকে এই নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়। এর আগেবুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ওই রুটে চলাচল বন্ধ হয়ে যায়।

বি আই ডব্লিউ টি সির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা তীব্র হতে থাকলে ফেরি চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়। ফলে কোন রকমের ঝুঁকি এড়াতে রাত আড়াইটা থেকে এই পথের ফেরি বন্ধ করে দিতে হয়েছে। যানবাহনসহ এ সময় মাঝ নদীতে ফেরি নোঙ্গর করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীরা পরেছে ভোগান্তিতে। পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে রয়েছে ছোট বড় প্রায় তিনশত গাড়ি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর