thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

কিশোরগঞ্জে ট্রলারডুবি, নিখোঁজ ৩

২০১৮ জানুয়ারি ১১ ১৭:১৫:০৩
কিশোরগঞ্জে ট্রলারডুবি, নিখোঁজ ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাথর বোঝাই একটি স্টিলবডি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

উপজেলার সিংপুর বাজারসংলগ্ন এলাকায় ধনু নদীতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- বরগুনা জেলার তালতলী থানার দুলাল মিয়ার ছেলে আলামিন (২৮), একই এলাকার হারুন আকন্দর ছেলে মোহসিন মিয়া (২৮) ও মহিউদ্দিন (৬০)।

বেঁচে যাওয়া ট্রলারের চালক মহসিন হোসেন জানান, সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি স্টিলবডি স্টিমার বুধবার রাতে নিকলী উপজেলার সিংপুর বাজার সংলগ্ন এলাকায় কুয়াশার জন্য আটকে পড়ে। পরদিন বৃহস্পতিবার সকালে ট্রলারটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলে কিছুদূর গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চারজন কর্মচারী সাঁতরে তীরে উঠতে চেষ্টা করলে চালক মসহসিন হোসেন ছাড়া সবাই পানিতে ডুবে যান। খবর পেয়ে কিশোরগঞ্জের চামটাঘাট থেকে একদল নৌ-পুলিশ ও ডুবোরী দুপুর ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াহ্ হিয়া খান দ্য রিপোর্টকে জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নদীতে স্রোত ও প্রচণ্ড ঠাণ্ডা থাকার কারণে উদ্ধার কাজ কিছুটা বিঘ্ন ঘটছে।

(দ্য রিপোর্ট/এসআইপি/এমএসআর/জানুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর