thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

এমপিওভুক্তির বিষয়ে সুসংবাদ শিগগিরই : শিক্ষামন্ত্রী

২০১৮ জানুয়ারি ১১ ২০:৫৩:৫৩
এমপিওভুক্তির বিষয়ে সুসংবাদ শিগগিরই : শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে শিগগির সুসংবাদ নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কৌশলগত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না। আর একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়। এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে।’

এমপিওভুক্তির দাবিতে বর্তমান শিক্ষকরা আন্দোলন করছেন। সেই আন্দোলনের দিকে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর