thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাজধানীতে জঙ্গি আস্তানায় ৩ তরুণের লাশ

২০১৮ জানুয়ারি ১২ ১১:৪০:৪৬
রাজধানীতে জঙ্গি আস্তানায় ৩ তরুণের লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কিলোমিটারের মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানায় র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছে।

পুরনো এমপি হোস্টেলের পেছনে রুবি ভিলা নামে ছয় তলা বাড়ির পঞ্চম তলায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি, বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়ার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

র‌্যাবের উপ-পরিচালক মেজর মেহেদী হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই ভবন র‌্যাব সদস্যরা ঘিরে ফেলেন। পরে শুক্রবার ভোরের দিকে সেখানে গোলাগুলি হয়।’

তিনি বলেন, ‘সে সময় ওই ভবনের পাঁচ তলার ‘জঙ্গি আস্তানা’ থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়।’

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সকালে ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়।’

তিনি বলেন, ‘তার ব্রিফ্রিংয়ের কিছুক্ষণ পর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে র‌্যাব মহাপরিচালক বেনজীর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর