thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মানবপাচার : মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

২০১৮ জানুয়ারি ১২ ২০:৫৬:৩০
মানবপাচার : মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

দ্য রিপোর্ট ডেস্ক : মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। শুক্রবার দিনের প্রথম ভাগে শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীকে উদ্ধৃত করে এই সংবাদ দিয়েছে দ্য স্টার অনলাইন।

মুস্তাফার আলীকে বলেছেন, ‘আবাং বাংলা নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।’

তাদের দখলে থাকা ওই বাড়ির উপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।

তিনি আরো বলেছেন, ‘২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি। এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।’

তিনি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৩ হাজার মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর