thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পর্তুগালে আগুন লাগায় পদদলিতে নিহত ৮

২০১৮ জানুয়ারি ১৪ ১২:৪৬:১২
পর্তুগালে আগুন লাগায় পদদলিতে নিহত ৮

দ্য রিপোর্ট ডেস্ক : পর্তুগালের উত্তরাঞ্চলে স্থানীয় একটি অবসর সমিতির স্থাপনায় আগুন লাগার ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন। খবর- রয়টার্সের।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে ভিলা নোভা দা হাইনা শহরের এ দুর্ঘনা ঘটে। শহরটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে শহরটির মেয়র জোসে আন্তোনিয়ো জেজাজুস জানিয়েছেন, দুই তলা ওই ভবনটিতে কার্ড টুর্নামেন্টে অংশ নিতে অথবা দেখতে ৬০ জনেরও বেশি লোক জড়ো হয়েছিল, তখন আগুন লাগে। এতে বহু লোক আহত হয়েছেন। এদের মধ্যে অনেকে সামান্য আহত হলেও অন্যান্যদের আঘাত গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানাননি তিনি। দমকল কর্মীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তপ্ত একটি বয়লার বিস্ফোরণ ঘটনার কারণ হতে পারে।

গত বছর দাবানলে পর্তুগালে শতাধিক লোক নিহত হয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর