thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ডিএসইর প্রধান সূচকে ১৯ কোম্পানির অন্তর্ভুক্তি

২০১৮ জানুয়ারি ১৪ ১৩:৪৮:৪৭
ডিএসইর প্রধান সূচকে ১৯ কোম্পানির অন্তর্ভুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকে ১৯টি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২১ জানুয়ারি থেকে কোম্পানিগুলোর কার্যক্রম অন্তর্ভুক্ত হওয়া সূচকে শুরু হবে।

ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হওয়া ১৯টি কোম্পানি হলো : ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্টাফলার্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

এদিকে ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানি অন্তর্ভুক্তি হয়েছে এবং তিনটি কোম্পানি এ সূচক থেকে বাদ পড়েছে। অন্তর্ভুক্ত হওয়া তিনটি কোম্পানি হলো : ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সিনো বাংলা। বাদ পড়া কোম্পানি তিনটি হলো : বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল।

আগামী ২১ জানুয়ারি থেকে কোম্পানিগুলোর কার্যক্রম অন্তর্ভুক্ত হওয়া সূচকে শুরু হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর