thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ডিএনসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ

২০১৮ জানুয়ারি ১৬ ০৮:৩৬:০৯
ডিএনসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সর্বসম্মতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

তাবিথ আউয়াল ২০১৫ সালে ঢাকা উত্তরের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন। ভোট গ্রহণের একপর্যায়ে তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জনের আগ পর্যন্ত তাবিথ আউয়াল তিন লাখের বেশি ভোট পেয়েছিলেন।

উল্লেখ্য, ডিএনসিসি’র মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর উপনির্বাচনের প্রসঙ্গটি সামনে চলে আসে। তখন থেকে তাবিথ আউয়াল দলের ভেতরে মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। গঠনতান্ত্রিকভাবে স্থায়ী কমিটি বিএনপিতে মনোনয়ন বোর্ডের কাজ করে থাকে।

খালেদা জিয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু ও সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানও পদাধিকার বলে বৈঠকে ছিলেন।

রাত দশটার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদকে দিয়ে সাক্ষাৎকার শুরু করেন খালেদা। এরপর ক্রমান্বয়ে আসাদুজ্জামান রিপন, তাবিথ আউয়ালসহ অন্যরা সাক্ষাৎকার দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, ‘তারুণ্যের জয় হয়েছে। চেয়ারপারসন বলেছিলেন, আগামী হবে তারুণ্যের যুগ। সেটা তিনি রেখেছেন।’

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর