thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

উচ্চশিক্ষায় বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

২০১৮ জানুয়ারি ১৭ ১১:০৫:৫৩
উচ্চশিক্ষায় বৃত্তি দেবে ব্রিটিশ কাউন্সিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : উচ্চশিক্ষার জন্য বৃত্তি ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। আইইএলটিএসে ন্যূনতম ৬ পাওয়া বাংলাদেশিদের এই বৃত্তি দেওয়া হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর পরিচালক (পরীক্ষা) অ্যাড্রিয়ানি পাপাপেরিক্লুস বৃত্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ বছর দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য ৩ লাখ টাকার তিনটি ও বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য দেড় লাখ টাকার চারটি বৃত্তি দেওয়া হবে। এ জন্য এ বছরের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদনের লিংক www.Britishcouncil.org.bd/en/IELTSScholarships2018

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো আইইএলটিএস বৃত্তি দেওয়া হয় ২০১৬ সালে। এবারই প্রথমবারের মতো বাংলাদেশেও উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বৃত্তি চালু করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর