thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বেনাপোলে সাড়ে ৩ লাখ ভারতীয় রূপিসহ আটক ১ 

২০১৮ জানুয়ারি ১৯ ১২:৪১:২৯
বেনাপোলে সাড়ে ৩ লাখ ভারতীয় রূপিসহ আটক ১ 

বেনাপোল প্রতিনিধি:বেনাপোলে সাড়ে তিন লাখ ভারতীয় রূপিসহ সফিকুল ইসলাম হাওলাদার (৩৫) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।

ভারত থেকে ফিরে ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে বেরিয়ে আসার সময় শুক্রবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

তিনি শরিয়তপুর জেলার জর্জিয়া উপজেলার জয়নগর গ্রামের আবসের হাওলাদারের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে প্যাসেঞ্জার টার্মিনালে ঢোকার আগ মূহুর্তে সফিকুল ইসলামকে দেখে সন্দেহ হয়। পরে শুল্ক গোয়েন্দার চেকিং রুমে নিয়ে তার শরীর তল্লাশি করে পায়ের মোজার মধ্যে লুকিয়ে রাখা ১৭৮ টি ২০০০ টাকার নোট অর্থ্যাৎ ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রূপি পাওয়া যায়। এ সময় সফিকুলকে মানি লন্ডারিং আইনে আটক করা হয়। আটক টাকাসহ সফিকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর