thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

লঙ্কানদের ৩২১ রানের টার্গেট দিল বাংলাদেশ

২০১৮ জানুয়ারি ১৯ ১৫:৫৯:২৬
লঙ্কানদের ৩২১ রানের টার্গেট দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। তামিম-সাকিব-মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ৩২০ রান তোলে স্বাগতিক শিবির।

সুরাঙ্গা লাকমলের করা শেষ ওভারে আসে ২০ রান। সাব্বির রহমান ১২ বলে ২৪ রানের কার্যকরী ব্যাটিং প্রদর্শন করেন।

নিজ দেশ লঙ্কানদের কোচ হয়ে প্রথমবার সাবেক শিষ্যদের মুখোমুখি হয়েছেন চন্ডিকা হাতুরুসিংহে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ে ফেরার গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি আক্রান্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছাড়াই নামে সফরকারীরা। নেতৃত্ব ওঠে দিনেশ চান্দিমালের কাঁধে। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।

ব্যাক-টু-ব্যাক ৮৪ রানের ইনিংস উপহার দেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের ১৭১ রান তাড়া করতে নেমে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আক্ষেপ শ্রীলঙ্কা ম্যাচে সেঞ্চুরিটা হলো না। ত্রিশতম ওভারে স্পিনার আকিলা ধনাঞ্জয়ার বল ব্যাট ছুঁয়ে নিরোশান ডিকভেলার গ্লাভসে আটকা পড়ে।

দলীয় ১৭০ রানে আউট হওয়ার আগে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান তামিম। এনামুল হক বিজয়ের (৩৫) সঙ্গে ৭১ রানের ওপেনিং পার্টনারশিপের পর সাকিব আল হাসানকে নিয়ে ৯৯ রান যোগ করেন। সাকিব-মুশফিক তৃতীয় উইকেট জুটিতে ৫৭। মাহমুদউল্লাহকে নিয়ে পরের উইকেটেও অর্ধশত রানের জুটি গড়েন মুশফিকুর রহিম।

সাকিবের ব্যাট থেকে আসে ৬৭। মুশফিক করেন ৬২। মাহমুদউল্লাহ রিয়াদ ২৪, মাশরাফি ৬ রান করে আউট হন। ৪৯তম ওভারে নেমে ‘গোল্ডেন ডাক’ নাসির হোসেন (০) এলবিডব্লুর শিকার হন। সাব্বিরের সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন।

তিনটি উইকেট দখল করেন থিসারা পেরেরা। নুয়ান প্রদীপ নেন দু’টি। একটি করে ধনাঞ্জয়া ও আসিলা গুনারত্নে।

ঢাকার মাটিতে প্রথম অ্যাসাইনমেন্টে হাতুরুর লঙ্কা কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে হতাশা দিয়ে। বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুইয়ানদের কাছে মিরপুরে ঐতিহাসিক শততম ওয়ানডেতে হারের তেতো স্বাদ পেয়েছে লঙ্কান শিবির। ২৯১ রানের টার্গেটে হার।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর