thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

২০১৮ জানুয়ারি ১৯ ১৯:২২:৪৯
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি রেখে ফাইনালে উঠেছে মাশরাফি বিন মুর্তজার দল। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৫৭ রানে অলআউট হয়ে হারল ১৬৩ রানে।

রানের ব্যবধানে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড। শ্রীলঙ্কা এর আগে কখনোই বাংলাদেশের কাছে ১০০ রানের ব্যবধানে হারেনি। সেই অভিজ্ঞতাও তাদের হলো নতুন করে। দুই দিনের ব্যবধানে জিম্বাবুয়ে ও বাংলাদেশের কাছে হেরে সিরিজেই কোণঠাসা হয়ে পড়ল হাথুরুর দল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের বোলিং শ্রীলঙ্কাকে রীতিমতো লজ্জা দিয়েছে তারা। প্রথম তিন উইকেটের দুটিই নিয়েছেন মাশরাফি। যদিও আবারও ব্যাটে বলে নায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে ফিফটি করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩ উইকেট। একটি সরাসরি থ্রোয়ে রান আউট।

টস: বাংলাদেশ

বাংলাদেশ রান বল ৪ ৬

তামিম ক ডিকভেলা ব দনাঞ্জয়া ৮৪ ১০২ ৭ ২

এনামুল ক ডিকভেলা ব থিসারা ৩৫ ৩৭ ৩ ১

সাকিব ক ও ব গুনারত্নে ৬৭ ৬৩ ৭ ০

মুশফিক ব থিসারা ৬২ ৫২ ৪ ১

মাহমুদউল্লাহ ক থিসারা ব প্রদীপ ২৪ ২৩ ২ ১

সাব্বির অপরাজিত ২৪ ১২ ৩ ১

মাশরাফি ক দনাঞ্জয়া ব প্রদীপ ৬ ৫ ১ ০

নাসির এলবিডব্লু ব থিসারা ০ ১ ০ ০

সাইফউদ্দিন অপরাজিত ৬ ৫ ১ ০

অতিরিক্ত ১২

মোট (৫০ ওভারে, ৭ উইকেটে) ৩২০

উইকেট পতন: ১-৭১ (এনামুল, ১৪.৫ ওভার), ২-১৭০ (তামিম, ২৯.১), ৩-২২৭ (সাকিব, ৩৭.৫), ৪-২৭৭ (মাহমুদউল্লাহ, ৪৫.১), ৫-২৮৪ (মুশফিক, ৪৬.৩), ৬-২৯৭ (মাশরাফি, ৪৭.৬), ৭-২৯৮ (নাসির, ৪৮.২)।

বোলিং: লাকমল ৯-০-৬০-০ (ও ১), প্রদীপ ১০-০-৬৬-২ (ও ১), দনাঞ্জয়া ১০-০-৪০-১ (এ ২), থিসারা ৯-০-৬০-৩ (ও ৩), গুনারত্নে ৫-০-৩৮-১, হাসারাঙ্গা ৭-০-৫১-০।

শ্রীলঙ্কা (লক্ষ্য ৩২১) রান বল ৪ ৬

কুশল পেরেরা ব নাসির ১ ৩ ০ ০

থারাঙ্গা ক মাহমুদউল্লাহ ব মাশরাফি ২৫ ৩৫ ৩ ০

মেন্ডিস ক রুবেল ব মাশরাফি ১৯ ৩৪ ১ ০

ডিকভেলা ব মোস্তাফিজ ১৬ ২২ ০ ০

চান্ডিমাল রানআউট ২৮ ৩৯ ০ ১

গুনারত্নে ক সাইফউদ্দিন ব সাকিব ১৬ ১৯ ২ ০

থিসারা ক মাহমুদউল্লাহ ব সাকিব ২৯ ১৪ ৩ ২

হাসারাঙ্গা ক মুশফিক ব সাকিব ০ ১ ০ ০

দনাঞ্জয়া ক সাকিব ব রুবেল ১৪ ১৭ ২ ০

লাকমল ব রুবেল ১ ৬ ০ ০

প্রদীপ অপরাজিত ৫ ০ ০ ০

অতিরিক্ত (লেবা ৬, নো ১, ও ১) ৮

মোট (৩২.২ ওভারে, ১০ উইকেটে ) ১৫৭

উইকেট পতন: ১-২ (কুশল পেরেরা, ২.১), ২-৪৩ (থারাঙ্গা, ৯.৪), ৩-৬২ (মেন্ডিস, ১৩.৪), ৪-৮৫ (ডিকভেলা, ১৮.৪), ৫-১০৬ (চান্ডিমাল, ২৪.২), ৬-১১৭ (গুনারত্নে, ২৫.৪), ৭-১১৭ (হাসারাঙ্গা, ২৫.৫), ৮-১৫০ (থিসারা, ২৯.৫), ৯-১৫২ (লাকমল ৩০.৫)।

বোলিং: নাসির ৪-০-২০-১, মাশরাফি ৮-১-৩০-২ (নো ১), রুবেল ৫.২-০-২০-২, মোস্তাফিজ ৫-০-২০-১, সাকিব ৮-১-৪৭-৩, সাইফউদ্দিন ২-০-১৪-০।

ফল: বাংলাদেশ ১৬৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর