thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প

২০১৮ জানুয়ারি ২০ ০৯:১৯:০৮
দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প

দ্য রিপোর্ট প্রতিবিদক : দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব জেলার অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন।

ভূমিকম্প অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী।

৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চল সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর