thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বেনাপোলে পরিত্যক্ত ৪৬ হাজার টাকার ২ টাকার নোট উদ্ধার

২০১৮ জানুয়ারি ২০ ১১:০৭:২৫
বেনাপোলে পরিত্যক্ত ৪৬ হাজার টাকার ২ টাকার নোট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৪৬ হাজার টাকার দুই টাকার নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২০ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পড়ে থাকা অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি জানায়, প্যাসেঞ্জার টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন একটি ব্যাগ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনালে গিয়ে ওই ব্যাগের প্রকৃত মালিককে খোঁজ করে। কোন ব্যাক্তি ওই ব্যাগের মালিকানা দাবী না করায় ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্যে তল্লাশি করে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৪৬ হাজার টাকার দুই টাকার নোট উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, পরিত্যক্ত অবস্থায় ৪৬ হাজার টাকার ২ টাকার নোট উদ্ধার করে বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর