thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

কাবুলে হোটেলে হামলায় নিহত ৫

২০১৮ জানুয়ারি ২১ ১৪:৫৯:৪৫
কাবুলে হোটেলে হামলায় নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বন্দুকধারীদের হামলার ঘটনার অবসান ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার ভোরে বিশেষ বাহিনী শেষ বন্দুকধারীকে হত্যার পর হোটেলটি মুক্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় তিন হামলাকারীসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এগার ঘন্টা ধরে হামলাকারীরা হোটেলটি অবরোধ করে রেখেছিল।

আফগান গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। ১শ’জন জিম্মিকে ছেড়ে দেয়া হয়েছে।

শনিবার রাতে তিন হামলাকারীর একটি দল হোটেলটিতে হামলা চালিয়ে অতিথিদের জিম্মি করে ও কয়েক ঘন্টা ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়ে যায়।

শনিবার রাতেই হামলাকারী দুই বন্দুকধারী নিহত হয়। চার বন্দুকধারী হোটেলটিতে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে বলা হয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আগে যা আশঙ্কা করা হয়েছিল হতাহতের সংখ্যা তার চেয়ে কম হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর