thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নতুন মাইলফলকের সামনে মাশরাফি

২০১৮ জানুয়ারি ২২ ২০:৩০:০৫
নতুন মাইলফলকের সামনে মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মাইলফলক থেকে একধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান দলপতি মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলেই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়বেন মাশরাফি।

ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ভাগাভাগি করছেন মাশরাফি ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাশার ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন। অপরদিকে, ৫২টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে টাইগারদের ২৯টি জয়ের স্বাদ দিয়েছেন মাশরাফি। বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হারে বাংলাদেশ।

বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর