thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে : সমবায় মন্ত্রী

২০১৮ জানুয়ারি ২২ ২১:১৩:০৮
৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে : সমবায় মন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে।

তিনি সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেছেন, ‘দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধার আওতাভুক্ত। সে হিসাবে দেশে মোট ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে।’

তিনি আরো বলেছেন, ‘অবশিষ্ট ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।’

মন্ত্রী বলেছেন, ‘বর্তমানে দেশের ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ জনগণ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে।’

(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর