thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ল ৪ দিন

২০১৮ জানুয়ারি ২৮ ১৭:৫৫:৪২
আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ল ৪ দিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে রবিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সিদ্ধান্ত নেন বলে ইপিবির সচিব আবু হেনা মোরশেদ জামান জানান।

তিনি বলেন, ‘ওই আবেদন এতোদিন বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ছিল। রবিবার সময় বাড়ানোর সিদ্ধান্ত ইপিবির কাছে এসে পৌঁছেছে।’

মোরশেদ বলেন, ‘মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে গিয়েছিল বলে কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ১০ দিনের সময় বাড়ানোর আবেদন করেন ব্যবসায়ীরা।’

কিন্তু সামনে এসএসসি পরীক্ষা থাকায় তা থেকে কমিয়ে চার দিন সময় বাড়ানোর পক্ষে মত দেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে ১ জানুয়ারি শুরু হয় মাসব্যাপী ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

৩১ জানুয়ারি পর্যন্ত ৪৪০টি স্টল নিয়ে ১৭টি দেশের কোম্পানি পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর