thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১১ জমাদিউস সানি ১৪৪০

পুঁজিবাজারে ঘুরে দাঁড়াল সূচক

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৬:১৮:৫৬
পুঁজিবাজারে ঘুরে দাঁড়াল সূচক

দ্য রিপোর্ট প্রতিবেদক: টানা পাঁচ কার্যদিবস পতনের পর সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

মঙ্গলবার লেনদেনের শুরুর প্রথম পৌনে দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে।

বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত ডিএসইতে ১২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১২ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৮৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর