thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রায় সামনে রেখে আদালতে নিরাপত্তার প্রস্তুতি

২০১৮ ফেব্রুয়ারি ০৭ ১৪:০০:০৬
রায় সামনে রেখে আদালতে নিরাপত্তার প্রস্তুতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণা সামনে রেখে সংশ্লিষ্ট আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি চলছে।

রায় ঘোষণার আগের দিন বুধবার দুপুরে বকশীবাজারে মহানগর দায়রা জজ আদালতে গিয়ে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে।

ঘটনাস্থলে র‌্যাব- ১০ এর কর্মকর্তা এএসপি মাসুদ রানা বলেন, অস্থায়ী এই আদালত ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ঘনঘন টহল দিচ্ছেন এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন।

টহল শেষ করে কর্মকর্তারা আদালত চত্বরে ঢুকে দায়িত্বরত পুলিশ ও র‌্যাব সদস্যদের পরবর্তী নির্দেশনাও দিচ্ছেন।

ঘটনাস্থলে দেখা যায়, র‌্যাব সদস্যরা ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী এই আদালতের বিভিন্ন এলাকাজুড়ে সিসি ক্যামেরা লাগাচ্ছেন। গোয়েন্দা পুলিশ সদস্যদেরও পৃথকভাবে সিসি ক্যামেরা লাগাতে দেখা যায়।

এদিকে সকাল থেকেই আদালত এলাকায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদালতগুলো আশপাশ এলাকায় তদারকি করতে দেখা যায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর