thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১২:৩৬:১৪
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী ও মিনি ট্রাকের চালক নিহত হয়েছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মঙ্গলবাড়িয়া ও লক্ষীপুরে এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সরদার জানান, রবিবার সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া থেকে মটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিলেন জসীম ও তুহিন। কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া নামক স্থানে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাকের সাথে সংঘর্ষে মটরসাইকেল আরোহী তুহিন প্রামানিক (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। মটরসাইকেল চালক জসীম(৩০) আহত হয়।

তিনি আরও জানান, অন্যদিকে পটুয়াখালী থেকে ইলিশ মাছ বোঝায়কৃত একটি মিনি ট্রাক সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক আবদুর রহমান নিহত হয়। মিনি ট্রাকের হেলপার কাউসার(১৭) আহত হয়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মটরসাইকেল আরোহী তুহিন জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের খবির উদ্দিন প্রামানিকের ছেলে ও নিহত মিনি ট্রাকের চালক আবদুর রহমান(৩০)পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর