thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৩:৫৩:৪৮
বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দুর্নীতি মামলায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকার কার্পেট গলি থেকে তাকে আটক করা হয়।

রমনা থানা পুলিশ তাকে আটক করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করেছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর