thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মির্জা আব্বাসের স্ত্রীর আগাম জামিন

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১৭:১৩:৫০
মির্জা আব্বাসের স্ত্রীর আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের তিন মামলায় মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, দলের মহানগর শাখার সদস্য রুনা লায়লা ও মিনা বেগম মিনিও এদিন একই আদালত থেকে জামিন পেয়েছেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

আইনজীবী সানজিদ বলেন, ‘৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আগে মগবাজার ও কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নাশকতা, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ।’

প্রতিটি মামলাতেই ১৮০ জন করে আসামি করা হয়। আফরোজাসহ জামিন পাওয়া চার নেতাই ওই তিন মামলার আসামি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর